Please see this video:
(একবার ক্লিক করে ভিডিও চালু না হলে ২য় বার ক্লিক করুন)
See this link:
https://shopup.com.bd
https://www.facebook.com/ShopUpNow/
ShopUp youtube channel
একটা নতুন কোম্পানি দাঁড়া করতে আসলে অনেক বাধা। আমরা বুঝি, কারণ আমরা নিজেরাও যে নতুন। পদে পদে অনেক জাগায় বাধা এসেছে। এখনো আসছে। প্রতিনিয়তই আসছে। কিন্তু আমরা নিজেদেরকে চালিয়ে নিতে পেরেছি, কারণ আমাদের সামনে প্রচুর উদাহরণ আছে। উনারা অনেকেই বলে আমাদের জন্য এগিয়ে যেতে পেরেছে। কিন্তু আসলে ব্যাপারটা উল্টো। আমরাই আসলে এগিয়ে যেতে পারছি কারণ আমরা দেখছি যে আমাদের চেষ্টাগুলি মোটেও বৃথা যাচ্ছেনা। আমাদের থেকে পাওয়া একটুখানি উৎসাহ পেলেই কি দ্রুত বেড়ে উঠছে এই ছোট ছোট উদ্যোক্তাগুলো! কয়েক মাসের মধ্যেই, শুধু নিজের না, আরো ৪/৫ জনের পরিবার কে এনে দিচ্ছে আর্থিক স্বচ্ছলতা। অনেকেই ভাবে আপনারা সাধারণ। কিন্তু আমাদের কাছে আপনারাই অসাধারণ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের, এবং আরো লক্ষ লক্ষ তরুণদেরকে যুদ্ধ চালিয়ে দেয়ার উৎসাহ দেয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আরো অনেকেই আপনাদের নিয়ে খবর করবে, ভিডিও বানাবে। শুরুটা নাহয় আমরা করে দিলাম।
Please see this video:
0 Comments