- Aminul
বর্তমান সময়ে উদ্যোক্তাদের কাছে ক্রাউডফান্ডিং বেশ আগ্রহের জায়গা দখল করে নিয়েছে। দিনে দিনে এর জনপ্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এমনিতেই ক্রাউডফান্ডিং এর প্রতি মানুষের দৃষ্টি নিবন্ধ হচ্ছে না, বরং এর পিছনে রয়েছে ক্রাউডফান্ডিং এর চমকপ্রদ কিছু উপকারিতা। চলুন জেনে নেই ক্রাউডফান্ডিং এর শীর্ষ ১০টি সুবিধা।
১. মূলধনের যোগান
একটা সময় ছিলো যখন মূলধন সংগ্রহের জন্য নির্ভর করতে হতো ব্যাংক বা আর্থিক ঋণদাতা সংস্থাগুলো উপর কিন্তু এখন যুগ পাল্টে যাচ্ছে। এখন প্রযুক্তির কল্যাণে আপনি ঘরে বসেই ক্রাউডফান্ডিং এর মাধ্যমে খুব অনায়াসেই আপনার প্রয়োজন মাফিক পুঁজি সংগ্রহ করতে পারবেন। ফলে আপনার স্টার্টআপের জন্য যে মূলধন দরকার তার যোগান দিবে ক্রাউডফান্ডিং। পুঁজি সংগ্রহের জন্য ঋণদাতাদের কাছে বা ব্যাংকে ঘুরে ঘুরে সময় নষ্ট করার দিন শেষ।
২. ঝুঁকি থেকে রক্ষা
একটি কোম্পানির কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়া সহজ কাজ নয়। পুঁজি সংগ্রহ থেকে শুরু করে পণ্য তৈরি ও বাজারে বৈধতা পাওয়া বেশ কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ কাজ। আপনার এসব ঝুঁকি কমিয়ে আনতে সাহায্য করতে পারে ক্রাউডফান্ডিং। ক্রাউডফান্ডিং এর মাধ্যমে অনেক অভিজ্ঞ মানুষের সাথে আপনার পরিচয় হবে সেটা আপনার কোম্পানির মার্কেটে জায়গা করে নিতে যেমন সাহায্য করবে তেমনি স্টার্টআপের বিপদের সময়ে দিকনির্দেশনা প্রদান করবে।
৩. মার্কেটিং এর ভূমিকা পালন
ক্রাউডফান্ডিং ই হয়ে উঠতে পারে আপনার কোম্পানির সবচেয়ে বড় মার্কেটে। ক্রাউডফান্ডিং এর মাধ্যমে আপনার বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে পরিচয় হবে, এদেরই কেউ হয়তো হবে আপনার পণ্যের সেরা ক্রেতা। এভাবে আপনার পণ্য বিপণন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে, কল্পনা করতে পারেন! এই অলীক কল্পনাকে বাস্তবে রূপ দিতে পারে ক্রাউডফান্ডিং।
৪. হেল্প ও ফিডব্যাক
নিজে একা কোনো একটি প্রতিষ্ঠানকে নিখুঁতভাবে পরিচালনা করে সামনের দিকে অগ্রসর হওয়া বেশ কষ্ট সাধ্য কাজ হয়তো আপনি সক্ষম হতে নাও পারেন, কিন্তু আপনার এই কাজকে সহজ করে দিতে পারে ক্রাউডফান্ডিং। আপনার উৎপাদিত পণ্যের মান যাচাই এবং আরও উন্নত করতে কী করনীয় এ বিষয় নিয়ে আপনাকে বেশী চিন্তিত হতে হবে না যদি আপনি ক্রাউডফান্ডিং করে থাকেন।
যারা আপনাকে ফান্ডিং এ সাহায্য করেছেন তাদের কাছে থেকেই এসব বিষয়ে সব ধরনের সাহায্য সহযোগিতা পাবেন। কারণ তারা ফান্ডিং দেওয়ার মাধ্যমে আপনার স্টার্টআপের পরোক্ষ অংশীদার হয়ে গেছে। আর তারা আপনার ক্ষতি চাইবেন না বরং আপনার উন্নয়নে সার্বিক সাহায্য করার চেষ্টা করবে, কেননা আপনার উন্নতি তাদেরকে কিছুটা হলেও লাভবান করবে।
৫. প্রি সেলিং এর সুযোগ
সাধারণত দেখা যায়, পণ্য আগে উৎপাদন করতে হয় তারপর বিক্রি, কিন্তু ক্রাউডফান্ডিং আপনার পণ্য তৈরির আগেই বিক্রি করার সুযোগ সৃষ্টি করবে। এতে আপনি অল্প পুঁজি দিয়েও ঝুঁকি মুক্তভাবে পণ্য উৎপাদন করতে পারবেন। পণ্য বিক্রি হবে কিনা! সেটা নিয়ে আপনাকে আর চিন্তিত হতে হবে না। আর আপনার ব্যবসায় লোকসানের তেমন কোনো সম্ভাবনা থাকবে না। ক্রাউডফান্ডিং ছাড়া এ ধরণের প্রি সেলিং এর সুযোগ কল্পনাই করা যায় না।
৬. জনসংযোগ
ক্রাউডফান্ডিং এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে এর সাথে বিভিন্ন সফল ব্যক্তি, উদ্ভাবক , উদ্যোক্তা ও চিন্তাবিদদের সম্পৃত্ততা বৃদ্ধি পাচ্ছে। একই প্লাটফর্মে বিভিন্ন ধরনের মানুষ একত্রিত হচ্ছে। একে অপরের কাছ থেকে শিখতেছে, জানতেছে এবং অন্যদের শিক্ষা দিচ্ছে, এ যেনো এক মহা জনসংযোগ! আর আপনিও এই জনসংযোগে যোগ দেওয়ার সুযোগ পেতে পারেন ক্রাউডফান্ডিং ক্যাম্পেইনের মাধ্যমে।
৭. বিশ্বস্ততা
ক্রাউন্ডফান্ডিং ক্যাম্পেইনের মাধ্যমে এমন কিছু মানুষের সাথে পরিচয় ঘটবে যারা আপনার স্টার্টআপ শুরুর সময়কাল থেকে শুরু করে বিভিন্ন ক্রাইসিসের সময়ও আপনার সাথে থাকবে এবং প্রতিদানের আশা ছাড়াই আপনাকে পণ্য বিপণন থেকে শুরু করে অন্যান্য সাহায্য সহযোগিতা করে যাবে। একটি প্রতিষ্ঠানকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এমন কিছু বিশ্বস্ত কাস্টমার অবশ্যই প্রয়োজন।
৮. নামমাত্র খরচে স্বাধীন ব্যবস্থাপনা!
আপনি যদি স্বাধীনভাবে আপনার স্টার্টআপকে চালিয়ে নিয়ে যেতে চান, তবে ক্রাউডফান্ডিং আপনার জন্যই। ক্রাউডফান্ডিং এমন একটি প্লাটফর্ম যেখানে আপনাকে আসতে কোনো ফি দিতে হবে না, আপনার লক্ষ্য পূরণ ব্যর্থ হলেও তার জন্য কোনো শাস্তি পেতে হবে না, আপনি একদম মুক্ত ও স্বাধীনভাবে আপনার কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে পারবেন।
৯. ফ্রি মিডিয়া কাভারেজ
আপনি যদি ক্রাউডফান্ডিং এর মাধ্যমে আপনার স্টার্টআপকে গড়ে তুলতে চান, তবে মিডিয়ার কাভারেজ পেতে আলাদাভাবে আপনার পণ্যের বিজ্ঞাপন দিতে হবে না। ক্রাউডফান্ডিং প্লাটফর্মই আপনার মিডিয়া হিসেবে কাজ করবে।
১০. সহজ বিনিয়োগ ব্যবস্থা
প্রচলিত নিয়মে মূলধন সংগ্রহ ও বিনিয়োগের প্রক্রিয়া বেশ জটিল। প্রচলিত নিয়মে বিনিয়োগ করতে একজন উদ্যোক্তাকে যেমন বেশি সময় ব্যয় করতে হয় তেমনি আবার কষ্টও পোহাতে হয়, কিন্তু ক্রাউডফান্ডিং এর মাধ্যমে বিনিয়োগ করতে বিনিয়োগকারীকে তেমন কোনো জটিলতার মধ্য দিয়ে যেতে হয় না। পছন্দ মতো একটি প্লাটফর্ম ঠিক করে খুব সহজেই বিনিয়োগ কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়া যায়।
এমনি অসাধারণ সব সুযোগ-সুবিধা নিহিত রয়েছে ক্রাউডফান্ডিং ক্যাম্পেইনের মধ্যে। আপনার নিজস্ব পুঁজি নাই,লোকবল নেই তবুও উদ্যোক্তা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা! তাই আর দেরি না করে ক্রাউডফান্ডিং এর দিকে ঝুঁকতে থাকেন, আপনার নিদ্রা ভেঙ্গে যাবে, চিন্তার জগত বিস্তৃত হবে এবং অনুভব করতে সক্ষম হবেন ক্রাউডফান্ডিং এর অবাক করা সব চমক।
Source: http://youthcarnival.org/bn/
0 Comments